সংবাদ একলব্য,৩০আগস্টঃ মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষে শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার্থে আগামীকাল  থেকে এ আই ডি এস ও- এর একাদশ পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র সম্মেলন কোচবিহার শহরে অনুষ্ঠিত হতে চলেছে। সম্মেলনের প্রকাশ্য সমাবেশ আগামীকাল পুরাতন পোস্ট অফিস পাড়া মাঠে সম্পন্ন হবে এবং ১-২ সেপ্টেম্বর, প্রতিনিধি অধিবেশন অনুষ্ঠিত হবে নেতাজী সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে।সম্মেলনে শিক্ষা ও মূল্যবোধ সংক্রান্ত আলোচনা সভায় সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র ছাত্রীসহ শিক্ষক-অভিভাবক-শিক্ষানুরাগী  মানুষজন উপস্থিত থাকবেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কোচবিহার এর বিশিষ্ট ঐতিহাসিক ডঃ নৃপেন্দ্র নাথ পাল। এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ বাণিকান্ত ভট্টাচার্য সহ কোচবিহার জেলার বিশিষ্টজন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ আন্দোলনের বিশিষ্টনেতা সৌমেন বসু।প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন  চণ্ডীদাস ভট্টাচার্য।উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমল সাঁই, সাধারণ সম্পাদক অশোক মিশ্র এবং রাজ্য নেতৃবৃন্দ ।এই সম্মেলনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার স্নাতক কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আইন কলেজ, আর্ট কলেজ সহ সমস্ত ক্ষেত্রের তিন হাজার ছাত্র প্রতিনিধি  এই সম্মেলনের প্রতিনিধি অধিবেশনে অংশগ্রহণ করবেন। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে আনুমানিক দশ হাজার ছাত্র ছাত্রী প্রকাশ্য সমাবেশে অংশ নেবেন।

অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিশিষ্টজনেরা বলেন-'' সকলের জন্য শিক্ষার দাবিতে আহুত ছাত্রদের এই মহতী উদ্যোগকে সফল করতে কোচবিহারের সর্বস্তরের জনগনের কাছে আবেদন জানাই।মহামানব বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করার জন্য ছাত্র সংগঠন এআইডিএসও কে অভিনন্দন জানাচ্ছি।"