Latest News

6/recent/ticker-posts

Ad Code

ত্রিমূর্তি নিয়ে উত্তেজনা দিল্লীতে, সাভারকরকে জুতার মালা পড়ালো এনএসইউআই

সংবাদ একলব্য, দিল্লীঃ  দিল্লী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের সামনে গত মঙ্গলবার 4 নাম্বার গেটে সকাল থেকে একটি স্ট্যাচুর  আবির্ভাব হয়েছিল। স্ট্যাচু সূত্রে জানা গেছে স্ট্যাচুর পিলারে শক্তি সিং'এর নাম খোদাই করা, যিনি বর্তমানে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট।  যিনি রাজনীতিগত ভাবে এবিভিপির ছাত্র নেতা । এই মূর্তি কোন একক নয়  এটি একটি ত্রি-মূর্তি, যাতে রয়েছে বীর সাভারকার- শহীদ ভগত সিং-নেতাজী সুভাষ চন্দ্র বোস | 
এই নিয়ে বিভিন্ন মহলে টানা উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কারো মতে এটাকে সরিয়ে দিতে  হবে আবার কারো মতে থাকতে দিতে হবে।  গতকাল এই মূর্তি নিয়ে উত্তেজনা চরমে ওঠে। একটি ভিডিওতে দেখা যায়,শহীদ ভগত সিং-নেতাজী সুভাষ চন্দ্র বোস এর মূর্তিতে এনএসইউআই এর এক কর্মী ফুলের মালা পড়াচ্ছেন, কিন্তু বীর সাভারকারের আবক্ষ মূর্তিটি কালো করে দেন এবং একটি জুতোর মালা পড়ান। দীর্ঘজীবী ভগত সিং এবং সুভাষ চন্দ্র বোস বলে তারা স্লোগানও তুলেছিল। 
এনএসইউআই দিল্লি শাখার সভাপতি অক্ষয় লাকড়া বলেন, -আমরা কীভাবে সাভরকারের সাথে সুভাষচন্দ্র বসু এবং ভগত সিংকে একই আসনে রাখতে পারি? আমাদের বিষয়টি হাতে নিতে হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে নীরব ছিল।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code