সংবাদ একলব্য,১৩ আগস্টঃ  রিলায়েন্সের ৪২ তম বার্ষিক সাধারণ সভায় বড় ধরণের চমক দিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি৷  জিও-র তৃতীয় প্রতিষ্ঠা দিবসে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ‘জিও  ফাইবার’ পরিষেবা চালুর কথা ঘোষণা করলেন তিনি৷ জানালেন, আগামী ৫ সেপ্টেম্বর থেকে চালু হবে এই পরিষেবা৷ মাত্র ৭০০ টাকায় ঘরে ঘরে পৌঁছে যাবে কেবল-ফোন-ইন্টারনেট পরিষেবা এবং আগামী ১২ মাসের মধ্যে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে জিও ফাইবার।