রঞ্জিত ঘোষ, বাঁকুড়া , ১৯আগস্টঃ  বাঁকুড়া তথা রাঢ় বাংলার অন্যতমা লৌকিক দেবী হলেন দেবীমনসা বা নাগদেবী । আর এই নাগদেবীর পূজার্চনায় মেতে উঠেছে শহরতলি থেকে গ্রামগঞ্জের সাধারণ মানুষজন । কোথাও গ্রামের সকলে মিলে আবার কোথাও ব্যক্তিগত উদ্দ্যোগে । এরকমই ব্যক্তিগত উদ্দ্যোগে একটি  পুজোর কথা জানালেন গঙ্গাজলঘাঁটির   কেশিয়াড়া ডাঙ্গাপাড়ার পুজো উদ্যোক্তা কৌশিক বাউরি । তিনি জানান এই পুজো আমরা বহু বছর ধরে করে আসছি , প্রতি বছর শ্রাবণ মাসের সংক্রান্তিতে এই পুজো অনুষ্টিত হয় । 
অনেক মানুষ মায়ের চরণে ব্রত রাখে ও উপবাস করে। উপবাসকৃত ভক্তরা পুজোর দিন রাত্রে ঘট বা বারি মাথায় করে নিয়ে যায় গ্রামের শেষ প্রান্তে থাকা একটি পুকুরে , সেখান থেকে ঘট ডুবিয়ে জল সংগ্রহ করে পুজো মণ্ডপে নিয়ে আসে এবং তার পর পুজো শুরু হয় । পুজোর পর দিন সন্ধিপুজোর পর মায়ের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করে      উপোবাসীরা । এর পর প্রতিমা নিরঞ্জন করা হয় ।