সংবাদ একলব্য,২৯অগাস্টঃ আজ সকালে এলাকা দখলের লড়াইয়ে নামে তৃণমূল। ভাঐর থানা বাজারে গিয়েছিলেন সদানন্দ রায়। সেখানে তাঁকে ঘিরে ধরে তৃণমূলীরা। তাদের সকলের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। এমনি অভিযোগ সদানন্দ বাবুর। সদানন্দ রায় জানান তৃণমূলের কাছে আত্মসমর্পণ করতে হুমকি দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। কিন্তু বন্দুকের মুখে দাঁড়িয়ে সদানন্দ রায় ইনকিলাব জিন্দাবাদ বলতে থাকেন। এই সময় তার ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। এই পরিস্থিতিতে এলাকার মহিলাসহ সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং তৃণমূলের দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। গুরুতর আহত অবস্থায় সদানন্দ রায় কে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।