দীপ রায়,নদীয়া, ২০ আগস্টঃ 
জন্মদিন পালন তবে বাড়িতে নয় বৃদ্ধাশ্রমে। নদীয়া জেলার চাকদহের বাসিন্দা পল্লব বিশ্বাস।ফেসবুকে সংবাদ একলব্য পত্রিকার মাধ্যমে ধুবুলিয়া  স্বেচ্ছাসেবী সংস্থা স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশন এর কথা জেনে ছিলেন।সংস্থাটি সাধারণ মানুষের জন্য  কাজ করে চলেছে।নিজের জন্মদিন তাই কিছু কাজ করতে চান সাধারণ মানুষের জন্য। যোগাযোগ করেন সংস্থাটির কর্ণধার শ্রী লোকনাথ ব্রহ্মের সঙ্গে।সংস্থাটির সদস্যদের  সহযোগিতায় কৃষ্ণনগরের বউবাজারে বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে থেকে জন্মদিনটি পালন করলেন । সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। মধ্যাহ্ন ভোজের আয়োজন ও করেন আবাসিকদের জন্য ছিল -চিপস,ভাত, ডাল, ইলিশ মাছ ও মিষ্টি । এ প্রসঙ্গে পল্লব বাবু বলেন "আজকের দিনটি ওনাদের সঙ্গে থেকে একটু দানের চেষ্টা মাত্র।উনাদের দীর্ঘায়ু কামনা করি। বেজায় খুশি আবাসিকেরাও ।একরাশ তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে গেলেন পল্লব ।