সংবাদ একলব্য, বুড়িরহাট, ৬ আগস্টঃ আজ মঙ্গলবার বজরংবলী মহাবীর হনুমানজীর পূজার দিন। সংকট মোচন হিসেবেই হনুমানের প্রার্থনা করে থাকেন ভক্তরা। আবার ভূত বা অলৌকিক শক্তি থেকে মুক্তি পেতেও হনুমানের স্মরণ করা হয়। কিন্তু এমন অনেক বিপদ আছে যা হনুমান চল্লিশা পাঠ করলে দূর হয়। অনেক মানুষের কাছেই বজরংবলির সেই লীলার কথা অজানা। অনেক ব্যক্তির উপর শনিদেব অসন্তুষ্ট থাকেন। ফলে পদে পদে হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়ে যায়। তাই শনি দশা কাটাতেও শরণাপন্ন হতে পারেন বজরংবলির। পুরানে কথিক আছে, একবার শনিদেবের প্রাণ বাঁচিয়ে ছিলেন হনুমান। প্রসন্ন শনিদেব জানিয়ে ছিলেন, হনুমানের সত্যিকারের ভক্তের তিনি কখনও কোনও ক্ষতি করবেন না।

এই প্রথমবার দিনহাটা মহকুমার বুড়িরহাটে বিশ্ব হিন্দু পরিষদ, বুড়িরহাট বজরং দলের পরিচালনায় বজরংবলীর পূজা হচ্ছে আজ। আর এই পূজাকে কেন্দ্র করে এক উন্মাদনা দেখা দিয়েছে স্থানীয় মানুষদের মধ্যে। পূজা শেষে শোভাযাত্রা বের হবে, যা সমগ্র বাজার এলাকা পরিভ্রমণ করবে বলেও জানা গেছে। আসুন বিস্তারিত জেনেনেই উদ্যোক্তাদের মুখে-