সংবাদ একলব্য, ৬ আগস্টঃ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যের উপকূলে ধেয়ে আসছে দুর্যোগ৷ উপগ্রহ থেকে পাওয়া তথ্য বলছে, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম দিকে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উত্তরে একটি নিম্নচাপ ঘনিভূত হয়েছে৷ আজ সকাল সাড়ে আটটা নাগাদ নিম্নচাপটি ওড়িশার বালাসোরের ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও পশ্চিমবঙ্গের দীঘার ১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল৷ এই নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টায় ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানা গিয়েছে৷
বঙ্গোপসাগরের অবস্থানকারী গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে দক্ষিণবঙ্গের মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
এই নিম্নচাপের ফলে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ও কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এর প্রভাবে ঘণ্টায় ৪০-৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ এই সময় উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে৷ ফলে, মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে৷
এই নিম্নচাপের ফলে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ও কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এর প্রভাবে ঘণ্টায় ৪০-৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ এই সময় উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে৷ ফলে, মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊