সংবাদ একলব্য, নাজিরগঞ্জ, ২১অগাষ্ট ২০১৯ঃ আলো ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষক দিবস উদযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রসেনজিৎ চ্যাটার্জীর সাথে সংবর্ধিত হতে চলেছেন তরুণ অভিনেতা রাশেদ রহমান।
আগামী ৫ ই সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকায় সিএলটি অবন মহল বীরেন মঞ্চে(ঢাকুরিয়া আমরি হাসপাতালের পাশে) শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলার সাথে কথা বলে জানা যায় এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সম্বর্ধনা এবং সম্মান অর্পণ করা হবে এবং একই সঙ্গে উদীয়মান তরুন অভিনেতা রশেদ রহমানকেও নতুন প্রতিভা হিসাবে "রত্ন" সম্মান অর্পণ করা হবে। উক্ত অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করবেন বেশ কিছু পরিচিত মুখ, তাদের মধ্যে অন্যতম হলেন সকলের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী, লোকেশ ঘোষ, বঙ্গভূষণ কার্তিক দাস বাউল, জাস্টিস অশোক গাঙ্গুলি ও কমেডিয়ান অপূর্ব পাল প্রমূখ। এই অনুষ্ঠানটির উদ্যোক্তা হলো আলো ট্রাস্ট ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊