সংবাদ একলব্য, ২১অগাস্টঃ  আই এন এক্স মামলায় আগাম জামিনের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট ।সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামান্না জামিনের আবেদন খারিজ করে মামলাটি পাঠালেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ।আজ প্রধান বিচারপতি অযোধ্যা মামলার শুনানি নিয়ে ব্যস্ত।সেক্ষেত্রে মামলাটির শুনানি হতে দুপুর ২টা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।কালকে ইডি র একদল অফিসার পি চিদাম্বরমের দিল্লীর বাড়িতে গিয়ে তল্লাশি চালায়।কালকে থেকে চিদাম্বরম গা ঢাকা দিয়েছে।তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।এডি আজ লুক আউটের নোটিশ জারি করেছে।আজ দিল্লীর বাড়ির বাইরে ইডি ও সিবি আই অফিসার দাঁড়িয়ে আছে।চিদাম্বরমের খোঁজ করলেও পাওয়া যাচ্ছে ।পি চিদাম্বরমের গ্রেপ্তারের কড়াকড়ি নিয়ে  প্রিয়াঙ্কা গান্ধী সরকারকে কাপুরুষ বলে মন্তব্য করেন।এখন দেখার প্রধান বিচারপতি কী রায় দেয়।