ছোটন বর্মন, তুফানগঞ্জ, ২৯ আগস্টঃ গতকাল কোচবিহার জেলা বিভাগ সহ-প্রমুখ সমিক নারায়ন বাগচির উপর TMC এর গুন্ডা বাহিনীর অতর্কিত হামলার প্রতিবাদে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ  তুফানগঞ্জে ধিক্কার মিছিল দেয়। দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। দোষীদের উপযুক্ত শাস্তি না হলে  কোচবিহার ABVP  বৃহৎ আন্দলনে নামবে বলে জানান এবিভিপির নেতৃত্ব।