আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ২৯শে আগস্ট: দীর্ঘদিন যাবৎ চলছে দিনহাটা-গিতালদহ রংপুর রোডের নির্মানকাজ। রাস্তার দুপাশ বৃদ্ধির জেরে ক্ষতিগ্রস্থ বহু মানুষের দোকান। ওকড়াবাড়ী।বাজারের মসজিদের সামনে রাস্তার ধার দিয়ে থাকা একটি বাড়ির সামনে একটি বৈদ‍্যুতিক খুঁটি পোঁতা নিয়ে কয়েকদিন আগে থেকে চলছিল টানাটানি। এর আগেও দু-দিন ওই বৈদ‍্যুতিক খুঁটির কাজ করতে আসা কর্মীদের কাজ করতে বাঁধা দেয় ঐ বাড়ির লোকজন সহ পার্শ্ববর্তী কিছু মানুষজন। এর জেরে পিছিয়ে যাচ্ছে রাস্তার কাজ। তাই এদিন সকালে বিদ‍্যুৎ অফিস থেকে খবর দেওয়া হয় দিনহাটা থানায়। দিনহাটা থানার সহযোগিতায় ও দিনহাটা থানার ইনস্পেক্টর অফ পুলিশ (আইসি) সঞ্জয় দত্তের উপস্থিতিতে এদিন সেই খুঁটি পোঁতা হয়। স্থানীয় একজনের কাছে জানা যায়, ঐ খুঁটিটি ওখানে আগে ঐ জায়গায় ছিল না। এবার রাস্তার কাজের সময় ওখানে এসে বসার কথা। ঐ খুঁটিতে থাকা তার দিয়ে এগারো হাজার ও তেত্রিশ হাজার ভোল্টের লাইন যাবে। ফলে ভবিষ‍্যৎ-এ বাড়িটি বিল্ডিং করা হলে প্রথমতলায় লোক বসতি যথেষ্ট ঝুঁকিপূর্ন হবে। এরজেরেই ওনারা ওই খুঁটি অন‍্যত্র বসানোর আবেদন জানিয়ে কাজে বাঁধা দেয়। এদিকে থানা থেকে মোতায়েন করা হয়েছে পুরুষ ও মহিলা উভয় পুলিশেই। এই বৈদ‍্যুতিক খুঁটি নিয়ে ঝামেলার জেরে বৈদ‍্যুতিক খুঁটি বসানোর সময় উপস্থিত ছিলেন বৈদ‍্যুতিক অফিসের একাংশ ও জনসাধারন।