অনুপম মোদক, নিগমনগর, ১৯ আগস্টঃ সারাদেশ  জুড়ে  যখন পানীয়  জল  অপচয়  রোধে  ব্যাপক  হারে  প্রচার  চলছে  ঠিক  এরই  পরিপ্রেক্ষিতে  একটি উল্টো দৃশ্য নিগমনগরে। এই  টাইম কলটি  নিগমনগর নিগমানন্দ স্বারস্বত বিদ্যালয় এর  বোর্ডিং    মাঠের  পেছনে  অবস্থিত  এই  অবস্থায়  জল  অপচয়  রোধে  ওই  এলাকার  স্থানীয়  বাসিন্দাদের  তেমন  একটা সক্রিয় ভূমিকা  চোখে  পড়ছে  না  সময়  মতো  অঝোরে  জল  পড়েই  যাচ্ছে  এই কলের পাশ দিয়ে অনেকই যাতায়াত করলেও কেউ নজর দিচ্ছে না।  
জল অপচয়রোধ  নিয়ে পশ্চিমবঙ্গ   বিজ্ঞান মঞ্চের সদস্য  শ্রী দীপক পাল  মহাশয়  বলেন  "  জল  অপচয়  রোধে  সমাজের  সকলকে  এগিয়ে  আসতে  হবে  এবং  সকল  কে  পানীয়  জলের  গুরুত্ব  বুঝতে হবে, টাইম কল  গুলিতে ছিপি  যুক্ত  যন্ত্র লাগাতে  হবে।''