![]() |
Pic Source: Internet |
আছির আলী, ৭ অগাস্ট ২০১৯ঃ সম্প্রতি শেষ হয়েগেল ক্রিকেট বিশ্বকাপ। ভারতীয় দল সেখানে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে গিয়ে সেখান থেকে ছিটকে যায় ভারতীয় দল। আর এখান থেকেই বিশেষজ্ঞদের মধ্যে তুমুল সমালচনা শুরু হয় প্রধান কোচ রবী শাস্ত্রীকে নিয়ে। এমনকি সোশ্যাল মিডিয়াতে তুমুল সমালোচনা শুরু হয় বিরাটের অধিনায়কত্ব নিয়েও।
আরও শোনা যায় তাকে কিছুদিনের জন্য বিশ্রাম দেওয়া হবে এবং অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে সেই স্থানে রহিতকে অধিনায়কত্ব দেওয়া হবে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সমস্ত বিষয়কেই তকমা লাগিয়ে সেই বিরাট কেই অধিনায়ক রেখে ক্যারিবিয়ান সফরে পাঠায় আর সেখানেই বিরাট শিবির তকমা লাগিয়ে T20 সিরিসের ৩-০ জয়লাভ করে আর বিশ্ব খ্যাত T20 দল WEST INDIES এর সকল গরিমা ভেঙ্গে দেয়।
গতকাল রহিতকে বিশ্রাম দেওয়া হয় এবং দলে খেলতে নামানো হয় কে. এল. রাহুলকে এবং বোলিং ডিপার্মেন্ট এ নেওয়া হয় নতুন দুই তারকা রাহুল চাহার এবং দিপক চাহার কে । সুযোগ পেয়েই দিপক তার সেরার সেরাটা দেখিয়ে দেন , মাত্র ৩ ওভার বল করেন তিনি এর মধ্যে রয়েছে ১টি ম্যাডেন ওভার ৩টি উইকেট আর রান দিয়েছেন বিপক্ষ দলকে মাত্র ৪ রান।
![]() |
Pic Source: Internet |
এদিন ব্যাটিং এ এবং উইকেট রক্ষকে বিধ্বস্থতা দেখিয়েছেন রিশব পন্তও মাত্র ৪২ বল খেলে তার খাতায় রান সংগ্রহ কতেছেন ৬৫ যার মধ্যে রয়েছে ৪টি ছয় এবং ৪টি চার এবং শেষ পর্যন্ত ফিনিশারের দায়িত্ব পালন করেন রিশব। এই দিন বিরটও কম যায়নি মাত্র ৪৫ বলে ৫৯ রান করেন তিনি।
এই দিন ম্যান অফ দ্যা ম্যাচ হয় দিপক চাহার এবং টুর্নামেন্টের সেরা পার্ফর্মেন্সের জন্য ম্যান অফ দ্যা সিরিস হয় কুরনাল পান্ডিয়া।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊