সংবাদ একলব্য,৩০আগস্টঃ  কোচবিহার জেলার সমস্ত প্রাথমিক, উচ্চপ্রাথমিক, উচ্চবিদ্যালয়, এস এস কে, এম এস কে সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই সপ্তাহ ব্যাপি এই নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচি চলছে। আজকে নির্মল সপ্তাহের শেষ দিনে সিতাইয়ের কোনাচাত্রা উচ্চ বিদ্যালয়ে প্রচন্ড উদ্দীপনার মধ্য দিয়ে আজ শিশু সংসদ নির্বাচন হয়।  নির্মল বিদ্যালয় সপ্তাহ পালনের অঙ্গ  হিসেবে এই নির্বাচন বলে জানালেন নির্বাচনের মূল দায়িত্ব প্রাপ্ত শিক্ষক উত্তম কুমার রায়