Latest News

6/recent/ticker-posts

Ad Code

একদিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সাহেবগঞ্জ বিডিও অফিসে


সংবাদ একলব্য,৩০ অগাস্টঃ পশ্চিমবঙ্গ সরকার খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও উদ‍্যান পালন দপ্তর এর  একদিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সাহেবগঞ্জ বিডিও অফিসে।আজকের শিবিরের আলোচ‍্য বিষয় ছিল জৈব পদ্ধতিতে সব্জী চাষ ও কেচো সার তৈরীর পদ্ধতি ।এছাড়া ADAঅফিসে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় এ বিষয়ে আলোচনা হয়।উপস্থিত ছিলেন জেলা হটিকালচার আধিকারিক বিপ্লব সরকার,পুন্ডিবাড়ী কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উৎপল মাইতি, দিনহাটা ২ ব্লকের ADA প্রবোধ কুমার মন্ডল।অধ্যাপক উৎপল মাইতি বলেন অধিক পরিমাণে রাসায়নিক সার ব‍্যাবহারে যেমন মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে তেমনি ওই উৎপাদিত ফসল খেয়ে আমরাও মারাত্মক ওসুখের শিকার হচ্ছি।আস্তে আস্তে জৈব চাষে মন দিতে হবে।প্রশিক্ষণ শেষে কৃষকদের সব্জির বীজ দেওয়া হয়।সন্তোষ দেব,বাবলু মোদক,শিবু শর্মা, সফিকুল ইসলাম ,স্বপন বরকাইত প্রমুখ কৃষকরা বলেন আজকের প্রশিক্ষণ আমাদের আগামী দিনে কাজে লাগবে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code