সংবাদ একলব্য,৩০অগাস্টঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে বেনজির আক্রমণের শিকার বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলিপ ঘোষ। রোজকার মতোই লেক টাউন এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে 'চায়ে পে চর্চা' কর্মসূচি চালাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেইসময় আচমকাই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে প্রায় ২৫০ তৃণমূল কর্মী তাঁকে ঘিরে ফেলে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে বলে অভিযোগ।
বিজেপির দাবি, পুলিশের সামনেই তৃণমূল কর্মীদের সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে থাকা অল্পসংখ্যক বিজেপি কর্মীদের মধ্যে মারামারি বেধে যায়। দিলীপ ঘোষের দিকে ধেয়েও যাওয়া হয় বলে অভিযোগ। এলাকা ছাড়তে বাধ্য হন তিনি। এই ঘটনায় তাদের দুই কার্যকর্তা আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের।