আনারুল ইসলাম প্রামাণিক, চ্যাংরাবান্ধা, ১৭ আগস্টঃ 
মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার আড়ির বাড়ির বাসিন্দা  সলেমান মিয়া। বয়স ৮৫ বছর অতিক্রম করলেও শারিরীক ভাবে সম্পুর্ন রূপে সুস্থ। পেশায় চ্যাংরাবান্ধা বাজারে পান সুপারির দোকান করেন। প্রতিদিন তার নেশা খবর শোনা আর আকাশবাণী শিলিগুড়ি বেতার কেন্দ্রে ভাওয়াইয়া গান শুনা, তা ছাড়াও বিভিন্ন বেতার কেন্দ্রে দেশ বিদেশের খবর শোনা। তিনি জানতে পারেন তার বাড়ির পার্শ্ববর্তী বাসিন্দা শিশু রায়ের মেয়ে সংগিতা রায় রেডিওতে গান গাবে এবং স্বাধিনতা দিবসের দিন প্যারেড ও ৭৩ তম স্বাধিতা দিবস উপলক্ষ্যে দেশাত্মবোধক গান ও বিভিন্ন অনুষ্ঠান হবে এই কথা জানতে পেরে দোকানের গ্রাহক কে বসিয়ে রেখে সময় মত রেডিওর সেন্টার ধরাতে ব্যাস্ত। সলেমান মিয়া কে জিজ্ঞাসা করলে উনি জানান আমি ছোট বেলা থেকেই রেডিওতে বিভিন্ন স্বাদের গান, কবিতা ও খবর শুনে আসছি, আমার আজও ভাল লাগে। রেডিও বিলুপ্তি হলেও আমার কাছে রেডিও বিলুপ্তি হয় নি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সময়ের ফাকে বহু ধর্মিয় তথ্যও জানতে পারি। যান্ত্রিকতা এগিয়ে গেলেও বৃদ্ধ সলেমান মিয়া রেডিও আজও আছে ছাড়তে পারেনি। এন্ড্রয়েড মোবাইলের  যুগে খবর দ্রুত পৌছালেও দেশ বিদেশের  অনেক বেশী খবর রাখেন এবং অনেক তথ্য সমেত কথা বলেন, এ বিষয় অনেকেই তার কাছে হার মানতে বাধ্যে।