সংবাদ একলব্য, ২০ আগস্টঃ  গতকাল থেকে শুরু হয়েছে ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শালবাড়ি 1 ও শালবাড়ি 2 নং অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি সেন্টারে পর্যায়ক্রমে এক দিনের যোগা প্রশিক্ষণ শিবির আজ প্রামানিক পাড়া বোর্ড ফ্রী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের ইচ্ছে ডানার সদস্য তথা যোগা প্রশিক্ষক তাপস রায় যোগা প্রশিক্ষনের পাশাপাশি পরিষ্কার পরিছন্নতা, জল অপচয় বন্ধ, গাছের উপকারিতা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করে ।ইচ্ছেডানার সম্পাদক অলোক রায় জানান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা শিবির করার জন্য সহযোগিতা করছে, ইচ্ছে ডানার সদস্য তথা যোগা প্রশিক্ষক তাপস রায় পড়ুয়াদের যোগা প্রশিক্ষনের পাশাপাশি পরিষ্কার পরিছন্নতা, জল অপচয় বন্ধ, গাছের উপকারিতা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করে।