সংবাদ একলব্য,১৫আগষ্টঃ কলকাতা নাইট রাইডার্সের কোচ হলেন প্রাক্তন নিউ জিল্যান্ড অধিনায়ক ব্র্যান্ডন ম্যাকালাম। এর আগে প্লেয়ার হিসাবে ২০০৮ থেকে ২০১২ এবং ২০১২-২০১৩ সালে কেকেআরের খেলেছেন। এবার তাঁকে দেখা যাবে কোচের ভূমিকায়। কদিন আগেই সবধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি। তাই এবার যে তাঁকে কোচ বা মেন্টরের ভূমিকায় তা বোঝাই যাচ্ছিল। কেকেআরের কোচ হওয়ার পর ম্যাকালাম বলেন, “কেকেআরের কোচ হওয়াটা সম্মানের। আমি খুবই আনন্দিত। কেকেআরের দলও খুব ভাল। দলকে ট্রফি জেতাতে সবরকমভাবে চেষ্টা করব।”