মিল্টন মিয়া,২১অগাস্টঃ ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারের বিজেপির প্রভাবশালী নেতা বাবন ঘোষ।বাবন ঘোষ এখন বিজেপি মজদুর ইউনিয়নের রাজ্যসভাপতি।২০১৯ এর জানুয়ারীতে জনৈক ব্যবসায়ী অভিযোগ করেন সেপ্টেম্বর ২০১৫থেকে মে ২০১৬ পর্যন্ত ধাপে ধাপে তার কাছ থেকে ৪০লক্ষ টাকা নিয়েছেন প্রাক্তন রেল মন্ত্রী মুকুল রায়ের নাম করে,তাকে রেলের কোন সংস্থার চেয়ার ম্যান করে দেওয়ার নাম করে।সেই এফ আই আর এ বিজেপি নেতা মুকুল রায়েরও নাম রয়েছে।ব্যবসায়ী যখন বুঝতে পারে তিনি প্রতারিত হয়েছেন তখন তিনি অভিযোগ করেন।বিজেপিরা অবশ্য এটাকে চক্রান্ত ছাড়া কিছুই ভাবছেন না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊