প্রীতম দাস (জলপাইগুড়ি), ২৯আগস্ট: গতকাল তালমা সংলগ্ন কিছু চা মিলে কর্মরত শ্রমিকেরা রাজ্য সরকারের নির্ধারিত দৈনিক ২৭৬ টাকা মজুরির দাবিতে  চা মিলের সামনে চা শ্রমিকরা একজোট হয়ে বিক্ষোভ দেখালো। এই বিক্ষোভের ফলে পিছু হটল চা কারখানার মালিকরা। এরপর চা কারখানার মালিকরা চিঠি লিখে আলোচনায় বসার আবেদন করে শ্রমিক সংগঠনের কাছে । বেশ কিছু দিন ধরেই শ্রমিকরা এই আন্দোলন করে যাচ্ছিলেন কারন - শ্রমিক দের কয়েক মাস হল ত্রি-বার্ষিক মজুরি চুক্তি শেষ হয়েছে তাদের নতুন চুক্তির দাবিতে আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন তৃণমূল কংগ্রেস আশ্রিত শ্রমিক সংগঠন টি ডি পি ডাবলু ইউ। 
শ্রমিক সংগঠনের দাবি: (1)শ্রমিক দের  ন্যায্য বেতন দিতে হবে।  (2)মার্চ মাসে মজুরি চুক্তি শেষ হয়ে গিয়েছে মজুরির নতুন চুক্তি করতে হবে।  এই দাবি মেনে নেওয়া উদ্দেশ্য ১ঘন্টা বন্ধ থাকে কারখানার কাজ।এরপর কারখানার শ্রমিকদের নিয়ে এক গেট মিটিং হয়েছে।এরপর মালিক অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ১৫দিনের মধ্যে আলোচনায় বসে মজুরীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখন ন্যায্য বেতন বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছেন চা শ্রমিকরা।