Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসমে এন আর সির চূড়ান্ত তালিকা প্রকাশ

সংবাদ একলব্য:

অসমের চূড়ান্ত তালিকা থেকে বাদ ১৯লক্ষ নাগরিক।চূড়ান্ত তালিকায় নাম প্রকাশিত হয় ৩কোটি১১লক্ষ ২১হাজার।
যাদের নাম তালিকায় নেই তাদের ৩মাসের মধ্যে ট্র্যাইবুনালে আবেদন করতে পারবেন বা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দরজাও খোলা আছে।খসড়া তালিকায় বাদ গিয়েছিলো ৪০লক্ষ নাগরিকের।এবার চূড়ান্ত তালিকায় যুক্ত হলো ২১ লক্ষ লাগরিকের নাম।বাদ গেলো ১৯ লক্ষ নাগরিকের।এন আর সি থেকে যাদের নাম নেই তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের যেতে গেলে মোটা অংকের টাকার প্রয়োজন হবে ।কিন্তু সেই টাকা সাধারণ মানুষরা পাবে কোথায় ?বা তাদের ভবিষ্যৎ কী হবে?সব নিয়ে এন আর সি থেকে বাদ পরা অসমবাসীর চিন্তার শেষ নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code