পূজার ছুটির পরেই টেস্ট পরীক্ষা, আর তারপর দেখতে দেখতেই চূড়ান্ত পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই প্রস্তুতি এখন থেকেই ভালো ভাবে নিতে হবে। সম্প্রতি বেশ কিছু সংবাদে নতুন নাম্বার বিভাজন বিষয়ে কিছু সংবাদ ছড়িয়ে পরে ,"২০২০ সাল থেকে শুরু হবে। এই মডেলে প্রশ্নপত্র আর বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। একইসঙ্গে থাকতে চলেছে প্রশ্ন ও উত্তর লেখার জায়গা।" এমনকি প্রশ্নের ধরণও পাল্টে যাবে বলে জানা যায়। তবে এখনও পর্যন্ত পরীক্ষার মান বিভাজনের নতুন কোন নির্দেশ না পাওয়ায় পুরানো মান বিভাজন দেখেই প্রস্তুতি শুরু করা যাক।

বাংলা ক- ভাষা
বিষয়
বহু নির্বাচনি
এককথায়
বর্ননা মূলক
সম্পূর্ন
গল্প
x৫ = ৫
x২ = ২
x১=৫
১২
নাটক
x৩ = ৩
x২ = ২
x১=৫
১০
কবিতা
x৪ = ৪
x৪ = ৪
x১=৫
১৩
আন্তর্জাতিক কবিতা/গল্প
x১ = ১
x১ = ১
x১=৫
পূর্নাঙ্গ গ্রন্থ
Xxxxxx
Xxxxxxx
x১=৫
শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
x৩ = ৩
Xxxxxxx
x২=১০
১৩
ভাষা
x২ = ২
x৩ = ৩
x১=৫
১০
প্রবন্ধ
Xxxxxx
Xxxxxxx
১০x১=১০
১০
মোট
১৮
১২
৫০
৮০






                            









প্রকল্প = ২০
প্রুফ সংশোধন ৫ প্রকল্পের অন্তর্ভুক্ত হবে

মান বিভাজন থেকে এটা স্পষ্ট যে বহুনির্বাচনি এবং সংক্ষিপ্ত প্রশ্ন বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে। আর  এর জন্য প্রতিটি অধ্যায় থেকে এককথায় প্রশ্ন-উত্তর নিজে তৈরি করবার অভ্যাস করতে হবে-সহায়িকা বইগুলোর প্রশ্নোত্তরের উপর ভরসা করে থাকলে চলবে না । 
(ক্রমশ)