Latest News

6/recent/ticker-posts

Ad Code

কঙ্কাল আগলে রেখেছে দিদি



সংবাদএকলব্য,২৮অগাস্টঃ  দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নিজের ভাইয়ের পচা মৃতদেহের সঙ্গে বসবাস করছিলেন এক মানসিক প্রতিবন্ধী মহিলা । মঙ্গলবার কলকাতার নিকটবর্তী নরেন্দ্রপুরের একটি অ্যাপার্টমেন্ট থেকে ওই দেহটি উদ্ধার করা হয়।  প্রতিবেশীরা তাদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে জানালে তাঁরা এসে ওই দেহটি উদ্ধার করে। সোনারপুর থানার এক পুলিশ আধিকারিক  জানান "পচা মৃতদেহটি ৭০ বছরের অঞ্জন দে  নামে এক ব্যক্তির, তিনি একজন প্রাক্তন আইনজীবী, নরেন্দ্রপুরে একটি অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় তাঁর ফ্ল্যাট থেকে দেহটি উদ্ধার করা হয়েছে । মৃতদেহের অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তি কমপক্ষে দু-তিন দিন আগে মারা গেছেন"। মৃত ব্যক্তির দেহ আগলে রেখে ফ্ল্যাটের মধ্যেই বসেছিলেন তাঁর মানসিক ভারসাম্যহীন দিদি।  ভাইয়ের মৃত্যুর বিষয়ে কাউকে জানাননি তিনি এবং ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করারও চেষ্টা করেননি বলে অভিযোগ।
পুলিশ আধিকারিক জানান "মহিলা মানসিকভাবে অক্ষম এবং শারীরিকভাবে অনুপযুক্ত। তিনি গত কয়েকদিন ধরে তার ভাইয়ের মৃতদেহের সঙ্গেই বসবাস করছিলেন। আমাদের আধিকারিকরা তাঁকে তাঁর ভাইয়ের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code