মধুসূদন রায়, ময়নাগুড়ি, ২৮ অগাস্ট : গতকাল ২৭ অগাস্ট ধর্না দেওয়ার পর অবশেষে বিয়ে করেই ছাড়লো ময়নাগুড়ি ব্লকের জোড়পাকরি বাজারের সংলগ্ন এলাকা উওর পদমতির জয় শর্মা।
পূর্নিমার বাড়ির লোকেরা বিয়েতে রাজি না থাকলেও সকল গ্রামবাসী ও এলাকা বাসীর সামনে গতকাল রাতে মেয়ের বিয়ে দিয়ে দেয় ( জোর্তিম্ময় শর্মা ) জয় শর্মার সাথে। অবশেষে জয় শর্মার দাবী পূরণ হলো বলে জানান এলাকা বাসী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊