আনারুল ইসলাম প্রামাণিক,চ্যাংরাবান্ধাঃ
মেখলিগঞ্জ ব্লকের  ভোটবাড়ি  গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭৭ নিজতরফ জালিয়াটারি মোড়ে চকলেট বোমা ফাটাতে গিয়ে খড়ের পোলে আগুন ধরে, এই আগুন কে নিয়ন্ত্রন করতে ছুটে আসে মেখলিগঞ্জ অগ্নিনিবারক বাহিনী। জানা যায় স্থানীয়  অনিল বিশ্বাসের বাড়ির সামনে খরের পোয়ালের এক টি ছোট্ট শিশু চকলেট বোমা ফাটাতে গিয়ে সেই পোলে পড়লে খরে আগুন ধরে। আগুনের ধোঁয়াতে আকাশে কালো ধোঁয়াতে পরিনত হয়। ভাগ্য চক্রের  বেচে যায় সেই পরিবার ও চা ক্রয় সেন্টার সানিয়াজান টি গ্রোথ সোসাইটি অফিস সহ জালিয়াটারি মোড় বাজার।
অগ্নিনির্বাপক গাড়িতে জল ফুরিয়ে গেলে পাশে এক পুকুরের জল দিয়ে অগ্নি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।