সংবাদ একলব্য,১৮আগস্টঃ সম্মেলনের উদ্বোধন করেন AIUTUC র কোচবিহার জেলা কমিটির সম্পাদক কমরেড বিপুল ঘোষ উপস্থিত ছিলেন AIUTUC পরিচালিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের কোচবিহার জেলার সংগঠক কমরেড রিনা ঘোষ এবং প্রদীপ রায় ।
সম্মেলনে রীতা চৌধুরী কে সভানেত্রী, পার্বতী বর্মণ পোদ্দার কে সম্পাদিকা এবং ললিতা বর্মণ কে কোষাধ্যক্ষ করে পনের জনের একটি শক্তিশালী ব্লক কমিটি গঠন করা হয় ।
সম্মেলনে দাবি ওঠে  - 1, আশা কর্মী দের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিতে হবে ।
2, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে ।
3, ফর্মাট প্রথা বাতিল করে 18000 টাকা মাসিক বেতন কার্যকর করতে হবে ।