Latest News

6/recent/ticker-posts

Ad Code

চন্দ্রযান-২ এর পাঠানো চাঁদের প্রথম ছবি

সংবাদ একলব্য,২৩ আগস্টঃ  বর্তমান চাঁদের কক্ষপথে প্রদক্ষিন করছে চন্দ্রযান-২। এদিন ISRO এর তরফ থেকে জানানো হয়, চন্দ্রযান-২ এর এল১৪ ক‍্যামেরা দিয়ে চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৬৫০ কিমি উচ্চতা থেকে একটি ছবি তোলে। ISRO এর তরফ থেকে টুই্যটারে চন্দ্রযান-২ এর তোলা সেই ছবি প্রকাশ করে। গত ৪তারিখ পৃথিবীর ছবি পাঠিয়েছিল মহাকাশযান। বুধবার চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-২। ISRO জানায়, মহাকাশযানটির সব যন্ত্র ঠিকঠাক কাজ করছে। ২রা সেপ্টেম্বর ২ সেপ্টেম্বর অর্বিটার থেকে ল্যান্ডারের পৃথকীকরণ ঘটবে, তা ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে অবতরণ করবে। গত ২২ জুলাই, শ্রীহরিকোটা থেকে  মহাকাশে পাড়ি দেয় ৩,৮৪০ কেজির চন্দ্রযান ২।
ইসরো জানিয়েছে, বুধবার চন্দ্রপৃষ্ঠের ২,৬৫০ কিলোমিটার উচ্চতা থেকে এই ছবি তোলা হয়েছে। ইসরোর স্বপ্নের এই ১০০০ কোটি টাকার প্রকল্পে এই প্রথম চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান ২। ওই ছবিতে চাঁদের দুই গুরুত্বপূর্ণ ‘ল্যান্ডমার্ক'-এর দেখা মিলেছে— ‘অ্যাপোলো ক্রেটার' এবং ‘মেয়ার ওরিয়েন্টাল বেসিন'। ‘অ্যাপোলো ক্রেটার' হল চাঁদের মাটিতে এক বিশাল গহ্বর যা ৫৩৮ কিলোমিটার চওড়া। এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থিত। নাসার মতে, ওই গহ্বরের মধ্যে অনেক ছোট ছোট গহ্বর রয়েছে। সেগুলির নাম নাসার মৃত নভোশ্চর ও আধিকারিকদের নামে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে নাসার কলম্বিয়া মহাকাশযানের সাত জন যাত্রীর নামে রাখা সাতটি গহ্বর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code