আনারুল ইসলাম প্রামাণিক,চ্যাংরাবান্ধা:পথ নিরাপত্তা সপ্তাহ উৎযাপন উপলক্ষ্যে আজ ধূপগুড়ি পৌরসভা ও ধূপগুড়ি থানার সহযোগিতায় ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় পথ নিরাপত্তা সচেতনতা (SAVE DRIVE SAFE LIFE)নিয়ে পদযাত্রা ও  নৃত্যনাটিকা উপস্থাপিত করা হয়, উপস্থিত ছিলেন আই. সি সুবীর কর্মকার, পৌরমাতা ভারতী বর্মন, উপপৌরপিতা রাজেশ কুমার সিং ও অন্যান্য বিশিষ্টবর্গ |অনুষ্ঠানটি সঞ্চালনা করে সংস্থার সভাপতি সুব্রত রায় |আগামীদিন অন্যান্য জায়গায়  হবে বলে জানান সংস্থার সম্পাদক অলোক রায়।