Latest News

6/recent/ticker-posts

Ad Code

যে ৫টি ভুল আপনাকে পিছিয়ে দেয় সারাক্ষন

আরিফ হোসেন, ২৪ অগাস্টঃ চারিদিকে দিন দিন হতাশ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। যত দিন বাড়ছে এর সংখ‍্যাও বাড়ছে প্রবল।দ্রুত গতিতে। এই হতাশা কেন ইবা হচ্ছে তা নিয়ে আজ কলম ধরলেন প্রতিবেদক। 
১। সময় নষ্ট করা: প্রায় ৭৫%-৮৫% শিক্ষার্থী অপ্রয়োজনে সময় নষ্ট করে । বন্ধুদের সাথে আড্ডা, মোবাইল, ল‍্যাপটপ খোঁচানো ইত‍্যাদিতে বেশি সময় নষ্ট করে। শিক্ষার্থীদের সময় সম্পর্কে কৃপনতার পরিচয় দেওয়া উচিত। শুধু লেখাপড়া না অপ্রয়োজনীয় খাতে সময় নষ্ট হলে অত্যন্ত আবশ্যকীয় কাজগুলোতে সময় দেয়ার অনুপ্রেরণা চলে যায় ।
২। জীবনে নির্দিষ্ট লক্ষ্য না থাকা: জীবনের মূল লক্ষ‍্য ঠিক নেই। 
আমি কি করতে চাই, কেন করতে চাই, ২০ বছর পর নিজেকে কোন অবস্থায় দেখতে চাই, এই প্রশ্নের উত্তর ৮৫-৯০ ভাগ শিক্ষার্থীই জানে না । আমাদের জীবনের লক্ষ‍্য হয় চলমান ট্রেন্ডের উপর ভিত্তি করে । সবাই বি.এ, এম.এ, এম ফিল, পিএইসডি করছে আমাকেও করতে হবে। সবাই পিএসসি, ডব্লুবিসিএস দিচ্ছে আমাকেও দিতে হবে, সবাই আইবিতে পরীক্ষা দিচ্ছে আমাকেও দিতে হবে । ঝোঁকের বসে নেয়া এসব সিদ্ধান্ত অনেক সময় শিক্ষার্থীদের জন্য কাল হয়ে দাঁড়ায় ।  দরকার সকলের সঠিক লক্ষ‍্য, কোন কাজে যোগ দেবে, কি করবে আগে থেকে নিজেকে এরজন‍্য প্রস্তুত করা। 
৩। ভালো  সঙ্গে সময় ব্যয় না করা: এটার গুরুত্ব যে কতটুকু তা বলে বোঝানো যাবে না । স্মার্ট, বুদ্ধিমান মানুষজন সবসময় সময়ের চেয়ে এগিয়ে থাকে, চোখ-কান খোলা রাখে এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড থাকে । নিজের সময়কে সঠিক উপায়ে সঠিক জায়গায় ব‍্যয় করে। তাদের সাথে থাকতে পারলে আপনার ক্যারিয়ারেও পসিটিভ চেঞ্জ আসতে বাধ্য । অন‍্যদিকে, বকাটে, দুষ্টু  সংগ আপনাকে পুরোপুরি ভুল পথে চলে যায়। জীবনের বহু মূল্যবান সময় এদের সংস্পর্শে আপনি হারিয়ে ফেলবেন । এই ক্ষতির ধাক্কা অনেক সময় কাটিয়ে উঠা প্রায় অসম্ভব হয়ে যায় ।
৪। বই পড়ার অভ্যাস না থাকা বা জ্ঞান অর্জনের অনাগ্রহ:
আমাদের দেশের খুব বাজে ১টা ধারনা হচ্ছে যে, আমরা জ্ঞান অর্জন বলতে টেক্সট বুক পড়া বা একাডেমিক পড়াকে বুঝি । প্রকৃত জ্ঞান কখনও টেক্সট বুক থেকে আসে না ।বাস্তবমুখী শিক্ষা লাভের জন্য আপনাকে প্রচুর বই পড়তে হবে, দেশ বিদেশের ভালো ভালো লেখক, চিন্তাবিদদের ভাবনাগুলো বুঝতে হবে ।
পৃথিবী কোথায় যাচ্ছে আর আপনি কোথায় আছেন- এটা বোঝার খুব ভালো উপায় হচ্ছে প্রচুর বই পড়া । কিন্তু আমাদের অধিকাংশ শিক্ষার্থীদের এ ব্যাপারে চরম অনাগ্রহ দেখা যায় ।
ভয়াবহ ব্যাপার হচ্ছে অনেকে এইসব বই পড়ে সময় নষ্ট মনে হয় বলছ মনে করে । আমাদের পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে এই মানসিকতা ।
৫। অনুপ্রেরনামুলক লেখা পড়েন কিন্তু শিক্ষা নেন না: দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে হতাশ শিক্ষার্থীদের সংখ্যাই বেশী । এজন্য সবাই বকষ্টসাধন করে উঠে আসা গল্প শুনতে পছন্দ করেন, ঘুরে দাঁড়ানোর গল্প শুনতে পছন্দ করেন । এতে কোন সমস্যা নেই । কিন্তু আপনি যখন এসব শুনে তৃপ্তি নিয়েই খালাস থাকবেন তখন সমস্যা তৈরী হবে ।
এসব গল্প শুনে যদি শিক্ষা না নেন, নিজে উদ্দ্যমী হয়ে অবস্থা পরিবর্তনের চেষ্টা না করেন, তাহলে আপনি যা ছিলেন তাই থাকবেন এবং হচ্ছেও তাই ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code