এসআইআর প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’-র তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, এসআইআর চলাকালীন যাঁদের নাম ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ বা যুক্তিগত অসঙ্গতির তালিকায় রাখা হয়েছে, সেই সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে।
সোমবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, সংশ্লিষ্ট ভোটারদের স্বচ্ছতা ও ন্যায্যতার স্বার্থে এই তালিকা প্রকাশ অত্যন্ত জরুরি। আদালতের নির্দেশ অনুযায়ী, এই তালিকা গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং পুরসভার ওয়ার্ড অফিসগুলিতে টাঙিয়ে দিতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই তা দেখতে পারেন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, এসআইআর প্রক্রিয়ায় নাম, বয়স, বাবা-মায়ের নাম বা পারিবারিক তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট ভোটারদের ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথমে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম এই তালিকায় ছিল বলে জানানো হলেও, পরে তা কমে প্রায় ৯৪ লক্ষে নেমে আসে। ইতিমধ্যেই বহু ভোটারের কাছে এই সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে।
আদালত আরও নির্দেশ দিয়েছে, যাঁরা নথি জমা দেবেন বা আপত্তি জানাবেন, তাঁদের অবশ্যই রসিদ দিতে হবে। এতে ভেরিফিকেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে এবং ভবিষ্যতে কোনও বিভ্রান্তি তৈরি হবে না।
এই বিষয়টি নিয়ে আগেই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিল। তাদের অভিযোগ ছিল, ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ চিহ্নিত করার প্রক্রিয়া স্পষ্ট নয় এবং সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন।
সুপ্রিম কোর্টের এই নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। একই সঙ্গে, সংশ্লিষ্ট ভোটাররা তাঁদের নাম কেন তালিকাভুক্ত হয়েছে, তা জানতে এবং প্রয়োজনীয় নথি জমা দিয়ে সংশোধনের সুযোগ পাবেন বলে মত পর্যবেক্ষকদের।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশন এবং বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারাসতের সভাস্থল থেকে তিনি বলেন, ‘‘বিজেপির এসআইআর গেম ওভার। তৃণমূলের দাবি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। এজেন্টদেরও শুনানিকেন্দ্রে থাকার অনুমতি দেওয়া হয়েছে। এক কোটি নামকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেটা বেঁচে গেল। এই জয় বাংলার মানুষের জয়।’’

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊