Latest News

6/recent/ticker-posts

Ad Code

উন্নয়নের পাঁচালীতে পূজিত হল বিদ্যার দেবী সরস্বতী, ঐতিহাসিক কলেজের অভিনবত্ব ফ্রেমবন্দি হল আর্জেন্টিনা বাসীদের ফোনে

উন্নয়নের পাঁচালীতে পূজিত হল বিদ্যার দেবী সরস্বতী, ঐতিহাসিক কলেজের অভিনবত্ব ফ্রেমবন্দি হল আর্জেন্টিনা বাসীদের ফোনে

Srirampur college


শ্রীরামপুর কলেজ ১৮১৮ সালে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড প্রতিষ্ঠিত করেন, যা ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এবং এটি এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম কলেজ হিসেবে পরিচিত। গঙ্গার ধারে প্রতিষ্ঠিত এই কলেজের রীতি মেনে সরস্বতী পুজো হয়ে থাকে প্রতি বছর। এবছর তেইশে জানুয়ারি সরস্বতী পুজো। একদিকে দেশনায়কের জন্মদিন পালন হচ্ছে অন্যদিকে পূজিত হচ্ছেন বিদ্যার দেবী মা সরস্বতী। তবে শ্রীরামপুর কলেজে সরস্বতী বন্দনায় এবার রাজনৈতিক ছোঁয়া। কলেজের মূল দ্বারের সামনে তৈরি করা হয়েছে পূজা মন্ডপ। পুরো প্যান্ডেল জুড়েই রয়েছে উন্নয়নের পাঁচালী ও রাজ্য সরকারের বহুমুখী প্রকল্পের ছোঁয়া। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরা হয়েছে। এবং তার মধ্যেই পূজিত হচ্ছেন দেবী সরস্বতী। 


শ্রীরামপুর কলেজের সরস্বতী পূজা মানেই যেন এক আলাদা উৎসব শুধুমাত্র যে শহরের মানুষ তা নয় দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সরস্বতী পুজো দেখার জন্য। ডেনিস উপনিবেশ শ্রীরামপুরেও এই সরস্বতী পুজো দেখতে আসা আর্জেন্টিনা বাসী ফ্রেমবন্দী করেন উন্নয়নের পাঁচালীতে পূজিত হওয়া দেবী সরস্বতীকে।




যদিও পুজো উদ্যোক্তাদের মতে শ্রীরামপুর কলেজ বহু ঐতিহ্য বহন করে আসে। প্রতিবছরই কিছু না কিছু অভিনত্ব থাকে এই মন্ডপে। তবে দিনের পর দিন রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য যেভাবে জনমুখী প্রকল্পের উদ্বোধন করে চলেছে এবং তা থেকে সাধারণ মানুষ যেভাবে লাভবান হচ্ছে তা ছাত্র-ছাত্রীদের জানা উচিত। তাই সবাইকে অবগত করতে এই বছর তাদের ভাবনা উন্নয়নের পাঁচালি। উন্নয়নের পাঁচালীর মধ্যেই পূজিত হচ্ছেন দেবী সরস্বতী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code