Latest News

6/recent/ticker-posts

Ad Code

IAS হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, ট্রেনিং নিতে গিয়ে ধরা পড়ল ভুয়ো রেজাল্ট

IAS হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, ট্রেনিং নিতে গিয়ে ধরা পড়ল ভুয়ো রেজাল্ট


নিজস্ব সংবাদদাতা, মুসৌরি: সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস (IAS) হওয়ার স্বপ্ন নিয়ে বাবা-মায়ের সাথে মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন (LBSNAA)-এ পৌঁছেছিলেন বিহারের যুবক পুষ্পেশ সিং। কিন্তু স্বপ্নপূরণের ঠিক আগের মুহূর্তে আকাশ ভেঙে পড়ল তাঁর মাথায়। ট্রেনিং অ্যাকাডেমির গেটে নথি যাচাইয়ের সময় জানা গেল, যে রেজাল্ট নিয়ে তিনি এসেছেন, তা সম্পূর্ণ ভুয়ো।


বিহারের সারন জেলার বাসিন্দা পুষ্পেশ সিং শনিবার তাঁর বাবা-মায়ের সঙ্গে মুসৌরিতে পৌঁছান। তিনি দাবি করেন, তিনি ইউপিএসসি (UPSC) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু অ্যাকাডেমির এনকোয়ারি কাউন্টারে নথিপত্র পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ হয় কর্তৃপক্ষের। দেখা যায়, পুষ্পেশের জমা দেওয়া রেজাল্ট ও নথিপত্র সবই জাল। বিষয়টি প্রকাশ্যে আসতেই অ্যাকাডেমি কর্তৃপক্ষ পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (IB) খবর দেয়।


পুলিশি জিজ্ঞাসাবাদে পুষ্পেশ জানিয়েছেন, তিনি আদতে এক বড়সড় জালিয়াতি চক্রের শিকার। গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় কর্মরত থাকাকালীন কয়েকজনের সঙ্গে তাঁর আলাপ হয়। অভিযোগ, ওই ব্যক্তিরা পুষ্পেশকে সিভিল সার্ভিসে সুযোগ করে দেওয়ার নাম করে দফায় দফায় টাকা হাতিয়ে নেয়। প্রথমে নগদ ১৩,০০০ টাকা এবং পরে ইউপিআই-এর মাধ্যমে ১৪,৫৬৪ টাকা নেওয়া হয়। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে একটি 'রেজাল্ট' পাঠানো হয়, যেখানে তাঁকে মুসৌরিতে ট্রেনিংয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।


মুসৌরি পুলিশ ও ইন্টেলিজেন্স ব্যুরো (IB) যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুষ্পেশ সিং নিজে এই প্রতারণার শিকার নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুষ্পেশের বয়ানের ভিত্তিতে একটি 'জিরো এফআইআর' দায়ের করা হয়েছে। এই জালিয়াতি চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং গুরুগ্রামের ওই চক্রটি আর কতজনকে এভাবে প্রতারিত করেছে, তা খুঁজে বের করাই এখন পুলিশের প্রধান লক্ষ্য।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউপিএসসি-র মতো মর্যাদাপূর্ণ পরীক্ষার ফল সর্বদা সরকারি ওয়েবসাইটে (upsc.gov.in) প্রকাশ করা হয়। ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ বা কোনো এজেন্টের মাধ্যমে আসা রেজাল্টে বিভ্রান্ত না হওয়ার জন্য পরীক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code