উত্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত চন্দ্র বর্মনকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ও উন্নয়নের পাঁচালি পৌঁছে দিলেন বিধায়ক সংগীতা রায়
উত্তরবঙ্গের বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত চন্দ্র বর্মনের বাড়িতে শুভেচ্ছা ও উন্নয়ন-সম্পর্কিত বার্তা 'উন্নয়নের পাঁচালি' তুলে দিলেন সিতাই বিধানসভার বিধায়ক সঙ্গীতা রায়। এই শুভেচ্ছা বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’র তরফ থেকে প্রদান করা হয়েছে।
এদিন দুপুরে, সংগীতা রায় নিজে অজিত চন্দ্র বর্মনের বাড়িতে ঘরোয়া পরিবেশে গিয়ে তাঁর হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। তিনি ক্রীড়াবিদকে তার আগ্রাসী প্রতিভা ও অবদানের জন্য শুভেচ্ছা জানান এবং রাজ্যের তরফে সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগীতা রায় বলেন, “রাজ্যের উন্নয়ন কার্যক্রম সব স্তরে এগিয়ে চলেছে এবং ক্রীড়া, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজকে বহুদিন যাবৎ ইনি বাচ্চাদের খেলাধুলা শিখিয়ে আসছেন, ওনাকে সম্মান জানাতেই আসা। উনি কিছু কাজ করতে গিয়ে করতে পারছেন না সেগুলো সফল করতে আগামীদিনে আমরা সহযোগিতা করবো। ”
বিধায়ক সংগীতা রায় উল্লেখ করেন, “জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায় হলো সমাজের প্রতিটি স্তরে নাগরিকদের সঙ্গে সংযুক্ত থাকা, তাদের সফলতা উদযাপন করা এবং সরকারী উন্নয়নের সুফল সম্পর্কে তাদেরকে সচেতন রাখা।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, “এ ধরনের উদ্যোগগুলি আগামী দিনে সমাজকে আরও সুসংগঠিত ও উন্নত করবে।”
এদিনের এই কর্মসূচিতে বিধায়ক সঙ্গীতা রায় ছাড়াও ছিলেন তৃণমূল নেতা নুর আলম হক, ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত, উল্লেখ্য দিনহাটার ওকড়াবাড়ী এলাকার ফলিমারি রেল স্টেশন মাঠে প্রতিদিন বিকেলে উত্তরবঙ্গের বিশিষ্ট ক্রীড়াবিদ তথা উত্তরবঙ্গের দ্রোণাচার্য অজিত চন্দ্র বর্মনের অভিভাবকত্বে খো-খো, কবাডি, আতিয়া পাতিয়া সহ একাধিক খেলার প্রাক্টিস করেন খেলোয়াড়রা। সেই মাঠ থেকে উঠে এসেছে একাধিক নামী খেলোয়াড়। বহু পুরষ্কার জিতে এসেছে এই মাঠের খেলোয়াড়রা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊