পাঠশালার ৭ম বর্ষ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২৭শে জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হল বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে
পাঠশালার ৭ম বর্ষ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২৭শে জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হল বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে। অনুষ্ঠান শুরু হয় চৌধুরীহাট রামকৃষ্ণ মিশনের মহারাজজির হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্জ্বলনের সময় মঞ্চে উপস্থিত ছিল বিদ্যালয়ের অন্যতম কর্ণধার তথা প্রিন্সিপাল পাপ্পু দত্ত, কর্ণধার, সহকারী প্রিন্সিপাল অভিজিৎ সাহা, কর্ণধার, প্রধান উপদেষ্টা লিটন বর্মা সাউদ, কর্ণধার, প্রধান উপদেষ্টা মানস দেবনাথ। মহারাজজির বক্তব্য অনুপ্রেরণা জোগায় সকল শিক্ষক, শিক্ষার্থী থেকে অভিভাবকদের। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক অজয় মন্ডল, বিদ্যালয়ের শুভচিন্তক সমর মহন্ত, জিতেন রায়, জোড়পাকুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ সাহা, শেমফোর্ড প্রাইমারি স্কুলের শিক্ষক সুব্রত দত্ত, সংবাদ একলব্য নিউজ পোর্টালের মুখ্য সম্পাদক আরিফ হোসেন সহ আরো অনেকে।অনুষ্ঠানে সকলের উদ্দীপনা ছিল চোখে পরার মত। নাচ, গান, আবৃত্তি, নাটক, যেমন খুশি সাজো ও কুইজের মধ্য দিয়ে অনুষ্ঠান অনন্য মাত্রা লাভ করে।
পাঠশালার অন্যতম কর্ণধার ও প্রিন্সিপল পাপ্পু দত্ত জানান, এই ধরনের অনুষ্ঠান বাচ্চাদের পড়াশুনার বাইরে নিজেদের সুপ্ত প্রতিভাকে বাইরে নিয়ে আসে যা পরবর্তীতে বাচ্চাদের পড়াশুনার পাশাপাশি অন্যান্য একটিভিটি করতে অনুপ্রাণিত করে।
অন্যতম কর্ণধার ও সহকারী প্রিন্সিপাল অভিজিৎ সাহা বলেন, স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাচ্চাদের আগ্রহ ও উদ্দীপনা আমাদের উৎসাহিত করে এবং বাচ্চাদের পড়াশুনায় আরও মনোযোগী করার জন্যে আমরা কুইজ প্রতিযোগিতা মঞ্চস্থ করে থাকি এতে বাচ্চাদের উৎসাহও লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানটির মূল সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুশান্ত সাহা। পরিশেষে সকল প্রতিযোগী ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊