Latest News

6/recent/ticker-posts

Ad Code

বুড়িরহাট ২ নং অঞ্চলে খুশির হাওয়া, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেলেন ১৩১৯ জন উপভোক্তা

বুড়িরহাট ২ নং অঞ্চলে খুশির হাওয়া, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেলেন ১৩১৯ জন উপভোক্তা

Banglar Bari, Mamata Banerjee, Housing Scheme, Burirhat 2 GP, Rural Development, Sunil Barman, Pinki Barman Mandal, West Bengal Govt Scheme, বাংলার বাড়ি, আবাস যোজনা


রাজীব দাস এবং নাসিনুর মিয়াঁ, বাসন্তীরহাট: রাজ্যের সাধারণ মানুষের মাথার ওপর ছাদ নিশ্চিত করতে আবারও উদ্যোগী রাজ্য সরকার। মঙ্গলবার বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েত অফিসে ‘বাংলার বাড়ি’ (গ্রামীণ) প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ প্রদানের সূচনা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি বর্মন মন্ডল, উপ-প্রধান সুনীল বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন উপ-প্রধান সুনীল বর্মন জানান, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে ১৬ লক্ষ উপভোক্তার ঘর তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বুড়িরহাট ২ নং অঞ্চলেই ১৩১৯ টি পরিবার এই সুবিধা পাচ্ছেন। তিনি আরও জানান, এর আগে প্রথম কিস্তিতে এই অঞ্চলে ১২০০ জন উপভোক্তা ঘরের টাকা পেয়েছিলেন এবং তারা ইতিমধ্যেই তাদের বাড়ির কাজ সম্পন্ন করেছেন। আজ থেকে দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হলো।

গ্রাম পঞ্চায়েত প্রধান পিঙ্কি বর্মন মন্ডল বলেন, "কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব উদ্যোগে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছেন। বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ১৩১৯ জন উপভোক্তা আজ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আমরা এর জন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই।"

প্রশাসন সূত্রে খবর, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্বে উপভোক্তারা মোট ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন, যা দুটি কিস্তিতে দেওয়া হবে। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। স্বচ্ছতা বজায় রাখতে শুধুমাত্র উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code