Padma Awards 2026: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কুমার বসু-সহ বাংলার ১১ কৃতি সন্তান, মরণোত্তর পদ্ম বিভূষণ ধর্মেন্দ্রকে
নয়াদিল্লি: ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে, দেশসেবায় নিবেদিত ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিত্বের নামের তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শিল্প, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই বছর পদ্ম পুরস্কার প্রদান করা হচ্ছে। রবিবার সন্ধ্যায় ঘোষিত এই তালিকায় যেমন রয়েছেন বিনোদন জগতের নক্ষত্ররা, তেমনই রয়েছেন নিভৃতে কাজ করে যাওয়া সমাজের অগণিত ‘আনসাং হিরো’ (Unsung Heroes)।
এক নজরে পরিসংখ্যান
স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালে মোট ১৩১টি পদ্ম পুরস্কার প্রদান করা হবে।
- পদ্ম বিভূষণ: ৫ জন
- পদ্ম ভূষণ: ১৩ জন
- পদ্মশ্রী: ১১৩ জন
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রাপকদের হাতে এই সম্মান তুলে দেবেন।
বাংলার জয়জয়কার: ১১ জন বাঙালির পদ্ম-প্রাপ্তি
এবারের পদ্ম সম্মানের তালিকায় পশ্চিমবঙ্গ থেকে ১১ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্থান করে নিয়েছেন। শিল্পকলা থেকে শুরু করে সাহিত্য ও চিকিৎসাবিজ্ঞানে তাঁদের অবদানকে কুর্নিশ জানিয়েছে কেন্দ্র।
- কলা ও অভিনয়: বাংলার জনপ্রিয় অভিনেতা তথা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন। এছাড়াও সঙ্গীত ও বাদ্যযন্ত্রে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন প্রখ্যাত তবলা বাদক পণ্ডিত কুমার বসু, শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় এবং সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য। তাঁত শিল্পের জন্য স্বীকৃতি পাচ্ছেন জ্যোতিষ দেবনাথ।
- চিকিৎসা: চিকিৎসাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য পুরস্কৃত হচ্ছেন ডা. সরোজ মণ্ডল।
- সাহিত্য ও শিক্ষা: এই বিভাগে বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন রবিলাল টুডু, মহেন্দ্রনাথ রায়, গম্ভীর সিং ইয়নজোন এবং অশোক কুমার হালদার।
- মরণোত্তর সম্মান: নাট্য ও সাংস্কৃতিক জগতে অবদানের জন্য প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়-কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে।
জাতীয় স্তরের উল্লেখযোগ্য প্রাপক
এবারের তালিকায় বিনোদন জগতের দুই নক্ষত্র বিশেষ সম্মান পাচ্ছেন:
- ধর্মেন্দ্র: প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে (প্রদত্ত তথ্য অনুযায়ী)।
- অলকা ইয়াগনিক: বিশিষ্ট সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক পাচ্ছেন পদ্ম ভূষণ।
নিভৃতচারী নায়কদের স্বীকৃতি (Unsung Heroes)
তালিকায় এমন বহু মানুষের নাম রয়েছে যাঁরা প্রচারের আলো থেকে দূরে সরে সারা জীবন সমাজ ও পরিবেশের কল্যাণে কাজ করে গিয়েছেন:
- পরিবেশ রক্ষায় দেবকি আম্মা (কেরল): ৯২ বছর বয়সী এই বৃদ্ধা পরিবেশ রক্ষায় এক অনন্য নজির গড়েছেন। ৫ একর জমিতে ৩০০০-এর বেশি গাছ লাগিয়ে তৈরি করেছেন আস্ত জঙ্গল। নবতিপর বয়সেও তিনি সেই জঙ্গল রক্ষায় ব্রতী।
- সচেতনতা প্রসারে রঘুবীর তুকারাম খেরকড় (মহারাষ্ট্র): নিজের শিল্পকলার মাধ্যমে তিনি অপরাধ, মাদক, পণপ্রথা এবং দুর্নীতির বিরুদ্ধে নিরন্তর সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছেন।
- আদিবাসী সেবায় রামচন্দ্র ও সুনিতা গডবলে (ছত্তিশগড়): আদিবাসী অধ্যুষিত এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই দম্পতিকে পুরস্কৃত করা হচ্ছে।
- উপজাতি চিত্রকলার জন্য আর কৃষ্ণন (তামিলনাড়ু): নীলগিরির মিলেনিয়া উপজাতি সম্প্রদায়ের জীবনধারাকে নিজের চিত্রকলার মাধ্যমে তুলে ধরার জন্য তিনি পুরস্কৃত হচ্ছেন।
এছাড়াও কৃষিক্ষেত্রে উত্তরপ্রদেশের রঘুপত সিং, সমাজসেবায় কর্নাটকের এসজি সুশীলআম্মা, পশুপালনে তেলেঙ্গানার রামারেড্ডি মামিদি, স্থাপত্যকলায় কালিয়াপ্পা গৌন্দার এবং ওড়িশার নাট্যশিল্পী সিমাঞ্চল পাত্র পদ্মশ্রী সম্মান পাচ্ছেন।
সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ব্রিজ লাল ভট্ট, বুধারি তাতি, ভগবানদাস রায়কোয়ার, ধার্মিক লাল চুন্নি, ডঃ শ্যাম সুন্দর, চরণ হেমব্রম এবং কে পাঞ্জানিভেল-ও এই বছর পদ্ম সম্মানে ভূষিত হবেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊