Latest News

6/recent/ticker-posts

Ad Code

হয়নি ভোটের দিনক্ষণ ঘোষনা, নন্দীগ্রামে ভোট প্রচারে দেওয়াল লিখন তৃণমূলের!

হয়নি ভোটের দিনক্ষণ ঘোষনা, নন্দীগ্রামে ভোট প্রচারে দেওয়াল লিখন তৃণমূলের! 

Nandigram


নন্দীগ্রামে শাসকদল তৃণমূল শুরু করলো দেওয়াল লিখনের কাজ, ভোটের প্রার্থী,দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল লিখন নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে

SIR এর কাজ প্রায় শেষ, ভোটার লিস্টের কাজ শেষ হলেই বাংলায় ভোটের দিনক্ষনের ডঙ্কা বাজাবে কমিশন। আর তার আগেই বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে।আর রাজনৈতিক নেতা ও নেত্রীদের বলতে শোনা যায় 'নন্দীগ্রাম' আজ যা ভাবে বাংলা তা কাল ভাবে। ঠিক তেমন ভাবেই দিনক্ষণ ঘোষণার পূর্বেই নন্দীগ্রামে ভোটের ডঙ্কা বাজলো?

নন্দীগ্রামে ভেকুটিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ভোটের দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল। তবে প্রার্থী নাম না লিখেই প্রতীক চিহ্ন একে সেই প্রতীকে ভোট দেয়ার জন্য বার্তা দেয়া হয়েছে দেয়ালে। নিজেদের অনেকটাই এগিয়ে রাখলো শাসক দল তৃণমূল। আরে দেয়াল লিখন নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

বিজেপির দাবি তৃণমূল অর্ধমৃত নয়,পূর্ণ মৃত হয়ে গেছে।২৬ সে তৃণমূলের বিসর্জন হবে।তবে তৃণমূলের দাবি যেভাবে বিজেপির দুর্নীতিতে ডুবে গিয়েছে নন্দীগ্রাম তৈরি হয়ে গিয়েছে। এই দুর্নীতি মুছে ফেলার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code