Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডিব্রুগড়ের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও ZRUCC সদস্য নবজ্যোতি বরকাকোটি, দিনহাটার জন্য রেল সংক্রান্ত একাধিক দাবিও তুলেছিলেন তিনি

ডিব্রুগড়ের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও ZRUCC সদস্য নবজ্যোতি বরকাকোটির প্রয়াণ, শোকস্তব্ধ শিক্ষা ও রেল মহল

Rail news


ডিব্রুগড় জেলা থেকে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানের শিক্ষক তথা সদ্য নিযুক্ত জেড আর ইউ সি সি (ZRUCC) সদস্য নবজ্যোতি বরকাকোটি আর নেই। মাত্র ৫০ বছর বয়সে তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে শিক্ষা মহল ও রেল সংক্রান্ত বিভিন্ন সংগঠনে।

নবজ্যোতি বরকাকোটি শুধু একজন কৃতী শিক্ষকই নন, রেল যাত্রীদের স্বার্থরক্ষায়ও তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন। সদ্য অনুষ্ঠিত ৯৬তম জেড আর ইউ সি সি (ZRUCC Meeting) আলোচনাসভায় তিনি কোচবিহার ও দিনহাটা বাসির সমর্থনে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছিলেন।

উক্ত বৈঠকে তিনি বামনহাট–শিলিগুড়ি জংশন (ভায়া ধুপগুড়ি–ফালাকাটা) লোকাল ট্রেন পুনরায় চালু করা, আলিপুরদুয়ার জংশন–কামাখ্যা (ভায়া নিউ কোচবিহার) ইন্টারসিটি ট্রেন পুনরায় চালু করা সহ মোট তিন দফা দাবি রেলের কাছে তুলে ধরেন। তাঁর এই দাবিগুলি উত্তরবঙ্গ ও আসামের সাধারণ যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

হঠাৎ তাঁর প্রয়াণে ওই দাবিগুলি বাস্তবায়নের পথে এক অপূরণীয় ক্ষতি হল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। শিক্ষা জগতে তাঁর অবদান যেমন স্মরণীয়, তেমনই রেল যাত্রী স্বার্থে তাঁর সক্রিয় ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মত বিশিষ্টজনদের।

নবজ্যোতি বরকাকোটির প্রয়াণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রেল যাত্রী সংগঠনের তরফে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code