Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রীপৎ সিং কলেজে সম্পন্ন হল ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, উৎসাহে মাতলেন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা

শ্রীপৎ সিং কলেজে সম্পন্ন হল ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, উৎসাহে মাতলেন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা

Sripat Singh College


শ্রীপৎ সিং কলেজে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হল কলেজের ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গত দু’দিন ধরে বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ জানুয়ারি, ২০২৬) এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার, ১৬ জানুয়ারি ছিল প্রতিযোগিতার শেষ ও মুখ্য দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ প্রবীর কুমার ভদ্র।


এদিন পতাকা উত্তোলন, মার্চ পাস্ট এবং মশাল দৌড়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। কলেজ প্রাঙ্গণ জুড়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

অন্তঃস্থ ও বহিরঙ্গন মিলিয়ে মোট ৩০ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ১০০ মিটার, ২০০ মিটার, ৮০০ মিটার ও ১৫০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, ডিসকাস থ্রো এবং ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ ছিল। পাশাপাশি অধ্যাপক, অধ্যাপিকা ও প্রাক্তনীদের জন্যও পৃথক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়।

কলেজের অধ্যক্ষ কমল কৃষ্ণ সরকার জানান, ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহজনক। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্রীড়া কমিটির আহ্বায়ক পবন বিত্তার বলেন, খেলাধুলার মাধ্যমে জীবনে অনেক কিছু অর্জন করা সম্ভব। তিনি ছাত্রছাত্রীদের নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান।

সামগ্রিকভাবে, শ্রীপৎ সিং কলেজের ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় কলেজ কর্তৃপক্ষ, ক্রীড়া কমিটি ও অংশগ্রহণকারীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code