SIR নিয়ে ২ ফেব্রুয়ারি জ্ঞানেশ কুমার-মমতা বৈঠক! সময় দিল কমিশন
পশ্চিমবঙ্গের চলছে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR)-কে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন। সেই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে পারেন। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস দলকে সোমবার বিকেল চারটায় সময় দিয়েছে বলে খবর।
সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধিদলসহ মোট ১৫ জনকে এনিয়ে সাক্ষাতের সময় দিয়েছে নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমারের সঙ্গে এই বৈঠক মূলত SIR প্রক্রিয়া, তার ত্রুটি-অসঙ্গতি এবং ভোটার অধিকার সম্পর্কিত তৃণমূলের উদ্বেগ নিয়ে হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে SIR-কে কেন্দ্র করে তৃণমূল ও নির্বাচন কমিশন-এর মধ্যে গুরুতর তর্ক চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় SIR-এর কারণে রাজ্যে নাগরিকদের ভোটাধিকার ক্ষুণ্নের অভিযোগ করেছেন এবং কমিশনকে একাধিকবার চিঠি দিয়েছেন। তবে তৎপরতায় কোনো কার্যকর সমঝোতা হয়নি।
এই পরিস্থিতিতে সরাসরি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে তৃণমূলের অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি কমিশনের প্রতিক্রিয়া ও সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ আরো বৃদ্ধি পাবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
SIR আবহে আজ বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিঙ্গুরের সভা শেষ করার পরেই দিল্লি উড়ে যাবেন বলেও ঠিক ছিল। কিন্তু এদিন সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর খবর আসতেই জাতীয় রাজনীতিতে শোকের ছায়া। ঘটনায় শোকস্তব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই অবস্থায় দিল্লি সফর পিছানোর কথা জানান তিনি। শোনা যাচ্ছিল, আগামিকাল বৃহস্পতিবার দিল্লি উড়ে যেতে পারেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊