Madhyamik 2026 Routine: ২০২৬ মাধ্যমিক পরীক্ষার রুটিন
আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2026)। রাজ্যজুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। পরীক্ষাকেন্দ্রগুলিও সেজে উঠছে নতুন করে। পর্ষদ আগেই পরীক্ষার নির্ঘণ্ট (Madhyamik 2026 Routine) প্রকাশ করেছে, তবে পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং পরীক্ষার দিনক্ষণ (Madhyamik 2026 Routine) পুনরায় ঝালিয়ে নেওয়ার জন্য আমরা এবছরের মাধ্যমিকের পূর্ণাঙ্গ রুটিনটি (Madhyamik 2026 Routine) নিচে তুলে ধরলাম।
পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন একটি মাত্র পত্রে পরীক্ষা গ্রহণ করা হবে । পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত । এর মধ্যে প্রথম ১৫ মিনিট বরাদ্দ থাকছে শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য । তারিখ এবং বার অনুযায়ী বিষয়গুলি নিচে উল্লেখ করা হলো:
| তারিখ | দিন | বিষয় |
| ২ ফেব্রুয়ারি, ২০২৬ | সোমবার | প্রথম ভাষা (First Languages) |
| ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | মঙ্গলবার | দ্বিতীয় ভাষা (Second Languages) |
| ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | শুক্রবার | ইতিহাস (History) |
| ৭ ফেব্রুয়ারি, ২০২৬ | শনিবার | ভূগোল (Geography) |
| ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | সোমবার | গণিত (Mathematics) |
| ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | মঙ্গলবার | ভৌত বিজ্ঞান (Physical Science) |
| ১১ ফেব্রুয়ারি, ২০২৬ | বুধবার | জীবন বিজ্ঞান (Life Science) |
| ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | বৃহস্পতিবার | ঐচ্ছিক বিষয় (Optional Elective Subjects) |
কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই? কোন অঙ্কগুলো প্র্যাকটিস করতেই হবে? সব উত্তর এক জায়গায়। সংবাদ একলব্যের এক্সক্লুসিভ মাধ্যমিক সাজেশন মিস করবেন না। এখনই লিঙ্কে ক্লিক করে প্রশ্নগুলো দেখে নিন।- ক্লিক হেয়ার

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊