Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik 2026 Routine: মাধ্যমিক ২০২৬ পরীক্ষার রুটিন

Madhyamik 2026 Routine: ২০২৬ মাধ্যমিক পরীক্ষার রুটিন

Madhyamik 2026 Routine, WBBSE, Madhyamik Pariksha 2026, West Bengal Class 10 Exam Date, Madhyamik Schedule, West Bengal Board of Secondary Education.

আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2026)। রাজ্যজুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। পরীক্ষাকেন্দ্রগুলিও সেজে উঠছে নতুন করে। পর্ষদ আগেই পরীক্ষার নির্ঘণ্ট (Madhyamik 2026 Routine) প্রকাশ করেছে, তবে পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং পরীক্ষার দিনক্ষণ (Madhyamik 2026 Routine) পুনরায় ঝালিয়ে নেওয়ার জন্য আমরা এবছরের মাধ্যমিকের পূর্ণাঙ্গ রুটিনটি (Madhyamik 2026 Routine) নিচে তুলে ধরলাম।

পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন একটি মাত্র পত্রে পরীক্ষা গ্রহণ করা হবে । পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত । এর মধ্যে প্রথম ১৫ মিনিট বরাদ্দ থাকছে শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য । তারিখ এবং বার অনুযায়ী বিষয়গুলি নিচে উল্লেখ করা হলো:

তারিখদিনবিষয়
২ ফেব্রুয়ারি, ২০২৬সোমবারপ্রথম ভাষা (First Languages)
৩ ফেব্রুয়ারি, ২০২৬মঙ্গলবারদ্বিতীয় ভাষা (Second Languages)
৬ ফেব্রুয়ারি, ২০২৬শুক্রবারইতিহাস (History)
৭ ফেব্রুয়ারি, ২০২৬শনিবারভূগোল (Geography)
৯ ফেব্রুয়ারি, ২০২৬সোমবারগণিত (Mathematics)
১০ ফেব্রুয়ারি, ২০২৬মঙ্গলবারভৌত বিজ্ঞান (Physical Science)
১১ ফেব্রুয়ারি, ২০২৬বুধবারজীবন বিজ্ঞান (Life Science)
১২ ফেব্রুয়ারি, ২০২৬বৃহস্পতিবারঐচ্ছিক বিষয় (Optional Elective Subjects)


কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই? কোন অঙ্কগুলো প্র্যাকটিস করতেই হবে? সব উত্তর এক জায়গায়। সংবাদ একলব্যের এক্সক্লুসিভ মাধ্যমিক সাজেশন মিস করবেন না। এখনই লিঙ্কে ক্লিক করে প্রশ্নগুলো দেখে নিন।- ক্লিক হেয়ার 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code