Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলকাতা হাই কোর্টে ইডি অভিযানের বিরুদ্ধে তৃণমূলের মামলা

কলকাতা হাই কোর্টে ইডি অভিযানের বিরুদ্ধে তৃণমূলের মামলা

Kolkata High Court, Trinamool Congress, ED raid, IPAC, Pratik Jain, Mamata Banerjee, BJP, election documents, coal smuggling case, Salt Lake office, Loudon Street, political case, 2026 assembly election

কলকাতা হাই কোর্টে ইডি অভিযানের বিরুদ্ধে মামলা করল তৃণমূল কংগ্রেস। আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডি তল্লাশি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ইডিকে ব্যবহার করে দলের নির্বাচনী তথ্য ও গোপন নথি লুট করার চেষ্টা করছে।

আবেদনে তৃণমূল জানিয়েছে, আইপ্যাক তাদের পরামর্শদাতা সংস্থা। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন পরিকল্পনা ও প্রার্থী তালিকা আইপ্যাকের কাছে ছিল। সেই নথি হাতিয়ে নেওয়ার জন্যই ইডি অভিযান চালানো হয়েছে বলে দাবি শাসকদলের। আদালত সূত্রে খবর, মামলার অনুমতি মিলেছে এবং শুক্রবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২০ সালে দিল্লির ইডি দপ্তরে দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্তে বৃহস্পতিবার সকালে দেশের মোট দশটি জায়গায় তল্লাশি চালায় ইডি। এর মধ্যে কলকাতার ছয়টি স্থান অন্তর্ভুক্ত ছিল। সবচেয়ে বেশি আলোড়ন পড়ে প্রতীক জৈনের বাড়ি ও অফিসে অভিযান নিয়ে। খবর পেয়ে দুপুরে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান থেকে একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন এবং পরে সল্টলেকের অফিসে গিয়ে কিছু নথি সংগ্রহ করেন। প্রায় চার ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, এই অভিযান দুর্ভাগ্যজনক এবং দলের গোপন নথি ও প্রার্থী তালিকা চুরি করার উদ্দেশ্যেই ইডিকে ব্যবহার করা হয়েছে। তৃণমূলও একই দাবি করেছে। আদালতে এখনও পর্যন্ত মোট তিনটি মামলা দায়ের হয়েছে এবং সব কটির শুনানি শুক্রবার হতে পারে বলে জানা গেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code