Latest News

6/recent/ticker-posts

Ad Code

সবুজের ছোঁয়ায় রবীন্দ্র,নজরুল, নিন্দার ঝড় গোটা রাজনৈতিক মহলে

সবুজের ছোঁয়ায় রবীন্দ্র,নজরুল, নিন্দার ঝড় গোটা রাজনৈতিক মহলে

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

এবার সবুজের ছোঁয়া থেকে রক্ষা পেলোনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর,ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বর্ধমান টাউন হল প্রেক্ষাগৃহের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে গাড়ো সবুজ রং দেখে ঋতিমতো নিন্দার ঝড় উঠেছে গোটা মহলে।


বর্ধমান শহরের প্রানকেন্দ্রে অবস্থিত বংশগোপাল টাউন হল।ইতালীয় এবং ব্রিটিশ স্থাপত্যশৈলীর এক অপূর্ব মেলবন্ধনে ১৮৯০ খ্রিস্টাব্দে নির্মিত হয় এই ভবনটি। এটি বর্ধমান রাজপরিবার ও ব্রিটিশ আমলের ইতিহাসের সাক্ষী এবং সুভাষচন্দ্র বসু ও কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বদের পদচারণার স্থান, যা শহরের সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র হিসেবে পরিচিত।

বহুবছর হ‌ওয়ার ফলে প্রায় ভগ্নাদশায় পরিনত হয় টাউন হলটি। পুনরায় হারানো জৌলুসকে ফিরিয়ে আনতে নবরুপে সুসজ্জিত করে তোলে বর্ধমান পৌরসভা।

বংশগোপাল টাউন হলকে সুসজ্জিত করতে গিয়ে টাউন হলের সামনে বাগানে থাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে গাড়ো সবুজ রং করাতেই রিতিমত নিন্দার ঝড় উঠতে শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code