SIR লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অসুস্থ ভোটার, পড়ে রইলেন আধঘণ্টা
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
SIR লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অসুস্থ ভোটার, পড়ে রইলেন আধঘণ্টা, সংবাদ মাধ্যম পৌঁছাতেই টনক নড়লো প্রশাসনের, বাধা সংবাদ মাধ্যমকে।
বুধবার বর্ধমান জেলাশাসকের নতুন প্রশাসনিক ভবনে এসআইআর-এর শুনানিতে এক ব্যক্তির গুরুতর অসুস্থ হয়ে যাওয়া নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। এদিন দুপুরে এসআইআর-এর লাইনে দাঁড়িয়ে ছিলেন বর্ধমানের তেলিপুকুর এলাকার বাসিন্দা অশোক শর্মা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার সময় আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই সময় শুনানি কেন্দ্রে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিষ্ট্রেট সন্তু তরফদার। দীর্ঘক্ষণ অশোক শর্মা অসুস্থ হয়ে পড়ে থাকা সত্ত্বেও ডাকা হয়নি কোনো অ্যাম্বুলেন্স বা ডাক্তার। এদিকে, এই ঘটনার খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেখানে হাজির হলে তাঁদের ওপর কার্যত ঝাঁপিয়ে পড়েন ওই ডেপুটি ম্যাজিষ্টেট। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ধাক্কা দিতে দিতে ঘটনাস্থল থেকে সরিয়ে দেবার এবং ছবি না তুলতে দেবার চেষ্টা করতে থাকেন। গোটা ঘটনায় রীতিমত উত্তেজনা সৃষ্টি হয়।
অসুস্থ অশোক শর্মার দাদা মহাদেব শর্মা জানিয়েছেন, অনেকক্ষণ ধরেই অসুস্থ অবস্থায় পড়েছিলেন তাঁর ভাই। শুনানিতে আসা অমিত শোনকার জানিয়েছেন, অনেকক্ষণ ধরে উনি পড়েছিলেন। কোনো ব্যবস্থা নেই। এমনকি আধিকারিকরা কেউ কানও দেননি। ঘটনাস্থলে উপস্থিত থাকা বর্ধমান পুরসভার ১৭নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার রূপালী কৈবর্ত্য জানিয়েছেন, অশোক শর্মা তাঁর ওয়ার্ডেরই বাসিন্দা। এদিন তাঁকে এবং তাঁর মাকে শুনানিতে ডাকা হয়েছিল। সকাল সাড়ে দশটা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু দুপুর ২ টো বেজে গেলেও তাঁদের শুনানিতে ডাকা হয়নি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়ে যান।
রূপালীদেবী জানিয়েছেন, প্রায় আধঘণ্টা এভাবেই পড়েছিলেন। কোনো চিকিত্সা পরিবেষা দেওয়া হয়নি অশোক শর্মাকে। পরে প্রশাসনের চারচাকায় তাঁকে পাঠানো হয়। জোটেনি কোনো অ্যাম্বুলেন্সও। এদিকে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত হতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় বর্ধমানের উত্তরের মহকুমাশাসক রাজর্ষি নাথকে। তিনি বাইরে থাকায় দ্রুততার সঙ্গে তিনি অন্য আধিকারিকদের পাঠিয়ে অসুস্থ অশোক শর্মাকে বর্ধমান হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
অপরদিকে, ডেপুটি ম্যাজিষ্ট্রেটের এই আচরণ নিয়ে এদিন ক্ষোভে ফুঁসেছেন শুনানিতে আসা সাধারণ মানুষ। প্রশাসন সূত্রে জানা গেছে, অশোক শর্মা বেশ কিছুদিন ধরেই রোগে ভূগছেন। তাঁর চিকিত্সাও চলছে। এর আগেও তিনি একাধিকবার অসুস্থ হয়েছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর আপাতত সুস্থ রয়েছেন অশোকবাবু। অন্যদিকে, এসআইআর কেন্দ্রে কোনোরকম চিকিত্সা পরিষেবা না থাকা নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ।
শুধু তাইই নয়, নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে তারকনাথ ঘোষকে অতিকষ্টে শুনানি কেন্দ্রে নিয়ে আসেন বর্ধমানের রূপমহল এলাকার বাসিন্দা তাপস ঘোষ। তিনি জানিয়েছেন তাঁরা বিএলও-কে জানিয়েছিলেন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা করেননি। তাই বাধ্য হয়েই অতিকষ্টে ছেলেকে নিয়ে আসতে হয়েছে। এদিকে, এই ঘটনা সম্পর্কে বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিয় কুমার দাস জানিয়েছেন, এদিন যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। দুঃখজনক। তাঁরা সব বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছেন। তিনি জানিয়েছেন, খবর পেয়েই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊