কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের ৩১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
মালদা:
উত্তরবঙ্গে বসবাসকারী সমস্ত জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতির ঝলক তুলে ধরে মালদায় পালিত হল কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের ৩১তম প্রতিষ্ঠা দিবস। সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং হবিবপুর ব্লক কমিটির ব্যবস্থাপনায় এদিন নানান কর্মসূচির মাধ্যমে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের প্রতিষ্ঠা দিবস পালিত হয় হবিবপুর ব্লকের বেগুনবাড়ি মাঠে।
প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মণ, সভাপতি নিখিল কুমার রায় সহ কেন্দ্রীয়, জেলা এবং ব্লক কমিটির একাধিক নেতৃত্ব। তারা সকলে মিলে সংগঠনের পতাকা উত্তোলন, শহিদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, স্বাগত বক্তব্য পেশ সহ নানান কর্মসূচির মাধ্যমে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের ৩১তম প্রতিষ্ঠা দিবস পালন করেন। এই উপলক্ষে ভাওয়াইয়া, আদিবাসী নৃত্য, নেপালি নৃত্য সহ উত্তরবঙ্গের বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরেন।
সেই সঙ্গে প্রতিষ্ঠা দিবসে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবীতে সরব হন উপস্থিত সংগঠন নেতৃত্ব।এদিন উপস্থিত ছিলেন সভাপতি নিখিল কুমার রায় সহ কেন্দ্রীয় কমিটি , জেলা কমিটি, সুভাষ বর্মন , সাধারন সম্পাদক , কেন্দ্রীয় কমিটি, কামতা পূর পিপলস পার্টি ইউনাইটেড সহ সংগঠনের সদস্যরা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊