Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুস্তাফিজুর বিতর্কের মধ‍্যেই লিটন দাসের নেতৃত্বে T20 বিশ্বকাপের দলে ঘোষনা করলো বাংলাদেশ

মুস্তাফিজুর বিতর্কের মধ‍্যেই লিটন দাসের নেতৃত্বে T20 বিশ্বকাপের দলে ঘোষনা করলো বাংলাদেশ 

bcb



মুস্তাফিজুর বিতর্কের মধ‍্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল বাংলাদেশ। যদিও ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকার। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত ক্রিকেটারদের নিয়েই দল তৈরি করেছে বাংলাদেশ। লিটনের হাতেই থাকছে বিশ্বকাপে দলের নেতৃত্ব। দলের সহ-অধিনায়ক করা হয়েছে সইফ হাসানকে। দলে রয়েছেন মুস্তাফিজুর রহমানও।

প্রত্যাশা মতোই বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন তৌহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান শাকিব, তাসকিন আহমেদের মতো দেশের প্রথমসারির ক্রিকেটারেরা।

বাংলাদেশের দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান শাকিব, তাসকিন আহমেদ, মহম্মদ সইফুদ্দিন এবং শরিফুল ইসলাম।

মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্কের মধ্যেই দল ঘোষনা করলেও ভারত থেকে নিজেদের খেলা সড়ানো্য আর্জি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code