Latest News

6/recent/ticker-posts

Ad Code

'জীবে প্রেম করে যেই জন'— স্বামীজির জন্মজয়ন্তীতে চা বাগানে 'আদ্যা মা ট্রাস্ট'-এর সেবামূলক উদ্যোগ

'জীবে প্রেম করে যেই জন'— স্বামীজির জন্মজয়ন্তীতে চা বাগানে 'আদ্যা মা ট্রাস্ট'-এর সেবামূলক উদ্যোগ

স্বামী বিবেকানন্দ, স্বামীজীর জন্মজয়ন্তী, আদ্যা মা ট্রাস্ট, সমাজসেবা, কোচবিহার, গোসানিমারি, চলগৌরী চা বাগান, Swami Vivekananda Jayanti, Adya Ma Trust, Cooch Behar News, Social Work, Gosanimari, North Bengal News, জীবে প্রেম করে যেই জন


নিজস্ব প্রতিবেদন: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আদর্শকে পাথেয় করে মানুষের সেবায় এগিয়ে এল কোচবিহার জেলার গোসানিমারির স্বেচ্ছাসেবী সংগঠন 'আদ্যা মা ট্রাস্ট'। প্রতি বছরের মতো এ বছরও তাঁরা বিশেষ সেবামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন তারা।

সংগঠনের সদস্যা জয়তী ভৌমিক জানান, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন জীবের সেবা করার মাধ্যমেই ঈশ্বরের সেবা করা সম্ভব। সেই মন্ত্রে দীক্ষিত হয়েই তাঁরা প্রতি বছর স্বামীজির জন্মদিনে সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ও সেবা করার চেষ্টা করেন।

চলতি বছরে তাঁরা সেবার জন্য বেছে নিয়েছিলেন চলগৌরী চা বাগান এলাকাটিকে। জানা গেছে, কার্তিকা চৌপথির বাসিন্দা বাদল শিকদার দুঃস্থ মানুষদের সাহায্য করার জন্য তাঁদের এই বাগান এলাকাটির সন্ধান দিয়েছিলেন।

এদিনের অনুষ্ঠানে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি স্থানীয় মানুষদের হাতে বাঁধাকপি, মুড়ি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রত্যন্ত এলাকায় গিয়ে তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code