Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ! স্ত্রী চাকুর আঘাতে প্রাণ হারালো স্বামী!

স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ! স্ত্রী চাকুর আঘাতে প্রাণ হারালো স্বামী!

Murder case


মালদা:

স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ। ঘরে ঢুকতে বাধা স্বামীকে। জোর করে ঘরে ঢুকতে গেলে স্বামীকে চাকু মারার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর। শনিবার গভীর রাতে মালদার বামনগোলা থানার পাকুয়াহাট পঞ্চায়েতের উত্তর সালালপুর গ্রামের ঘটনা। শনিবার গভীর রাতে ঘটনা কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়া এলাকায়। রাতেই পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিশ্বজিৎ সরকার বয়স আনুমানিক ৩১ বছর। অভিযুক্ত স্ত্রী পম্পা রায় সরকার। বিশ্বজিতের পরিবারে চার বছরের একটি কন্যা রয়েছে। বিশ্বজিৎ গাজল টোল ট্যাক্সে কাজ করতেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বিগত ছয় বছর আগে বিশ্বজিৎ ও পম্পার মধ্যে ভালোবাসা করে বিবাহ হয়। পম্পার বাড়ি দক্ষিণ সালালপুর এলাকায়।

পরিবার সূত্রে আরো জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই গন্ডগোল হতো। গতকাল রাত্রি আনুমানিক সাড়ে আটটা নাগাদ বিশ্বজিৎ বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে তার তার স্ত্রী পম্পা ঘরের মধ্যে ঢুকতে বাধা দেয়। এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে বিবাদ বলে জানা যায়। এরপর বিশ্বজিতের স্ত্রী পম্পা বাড়ির ভেতর থেকে চাকু বের করে বিশ্বজিতের বা দিকে আঘাত করে। বিশ্বজিতের চিৎকারে পরিবারের সদস্যরা তড়িঘড়ির ছুটে এসে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেইখান থেকে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় বিশ্বজিতের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামন গোলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই বিশ্বজিতের স্ত্রী পম্পা কে গ্রেফতার করে। কি কারনেই নিজের স্বামীকে খুন করলো স্ত্রী তাও তদন্ত শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code